Sobai (Ranjana Ami Ar Asbo Na -2011)

সবাই কেন গাইতে গেলে প্রেমের গান ই গায়
ঘুরে ফিরে ভালবাসার কথাটাই
আমি অন্য কিছু গাইব বলে তোমার কাছে এসে
সবাই কেবল সবাই হয়ে যাই
সবাই আগলে রাখে তাদের শরীরের ভেতরে
ভালবাসার সত্যি কথাটাই
অন্য কিছু করব বলে তোমার কাছে এসে
আমি সবাই কেবল সবাই হয়ে যাই
তাই সবার মত লিখছি আরো একটা প্রেমের গান
সবার মত তোমাকেই চাই
বলছে তোমায় একই কথা গীতবিতান
আমি অন্য কিছু নই আমি সবাই

আমার আকাশ আমি যতই হাজার অন্য রঙে আঁকি
আকাশ সে তো নীল ই থেকে যায়
আমার সাদা কালো শহর সে তো সাদা কালোই থাকে
আমি যতই রঙীন নিওন জ্বালাই
কতো হাজার হাজার শরীর আমায় রোজ ছুয়ে যাচ্ছে
তাদের গন্ধ আমার নাকে মুখে গায়
নিয়ে চলছি আমি তাদের লজ্জা আমার দু চোখে
আমায় নিয়ে চলছে যে সবাই
তাই সবার মত উঠতে হবে আমাকেও কাঁধে
বয়ে যেতে হবে একই গঙ্গায়
আমি অন্য কারো হাতের ভেতর এক মুঠো ছাই
আমি অন্য কিছু নই আমি সবাই

Andhokarer Pore (Ranjana Ami Ar Asbo Na-2011)

অন্ধকারের পরে বন্ধ দরজা খুলে সূর্যটা ঠিক উঠে যায়
কান্না পেতে পেতে
হঠা করে বন্ধুটা ঠিক জুটে যায়
হাতটা বাড়াই তাই তোমার দিকে ডাকি জপসা চোখে তোমায়
তুমি হাতটা তোমার দাও হাতটা তোমার হাতটা তোমার আমায়

সাদা কালো রাত ফিকে হয় যে হঠা
যায় যন্ত্রণা হারিয়ে কোথায়
বেসুরো কথা গুলো ছাড়তে ছাড়তে ধুলো
হঠা ই গান খুঁজে পায়
কেটে যায় ঘুম ঘোর নতুন একটা ভোর আসে আমার জানলায়
তুমি সুরটা তোমার দাও সুরটা তোমার সুরটা তোমার আমায়

চেনা অচেনায় নানা গোলক ধাধায় মন আমার পথটা হারায়
মনের কথা নিয়ে একা একা ঘুরে মরি ক্লান্ত একলা রাস্তায়
হঠা এসে তুমি পাশে দাড়াও আসে নতুন স্বপ্ন পায়ে পায়ে
আমি খুজছি যাকে ঠিক পাই যে তাকে আমি খুঁজে পাই ঠিকই আমায়  

Na Na A Gan Noyto Chena (Ranjana Ami Ar Asbo Na-2011)

না না এ গান নয়তো চেনা ভিনদেশী হয়ত একটা সুর
তোমাকে নিয়ে যেতে পারে একলা অনেকদুর
কান্না হয়ত আসে  তোমার ও আমার ই মতন
হাসিতে তারই ছায়া পরে সঙ্গী হয় কিছু রোদ্দুর
এলোমেলো কিছু কিছু কথা
ঘর বাধে কবিতার খাতায়
বেজে ওঠে বার বার গিটারের ছটা তার  খুঁজে পায় অন্য কোনো গান

না না সে গান নয়তো চেনা আনমনা হয়ত একটা সুর
তোমাকে নিয়ে যেতে পারে একলা অনেক দূর
তোমার ও যদি গাইতে তবে এই গান এ বন্ধু হবে তোমার
শেষ বিকেলে খেলা ফেলে একই সাথে দেখবে সন্ধে নামা
আর একটা তারা উঠবে জ্বলে তোমাদের দেখবে বলে আকাশের খোলা উঠোনে

শোনো এই গান হয়ত চেনা তোমারি ফেলে আসা সুর
তোমাকে নিয়ে দিতে পারে হারানো একলা দুপুর

নামহীন প্রথম কবিতা

 
শান্ত ফোনের মুখে আজ খুঁজে বেড়াই তোমার অভিযোগ,
না পাবার বেদনায় থাকে ক্লান্ত অনুযোগ |
খুঁজে যাই সেই সকল দিনের নিঃশব্দতা
যখন আসনি পাশে তুমি |
দেখা দিয়েও হারিয়েছে যে সুখ, তাকে পাবার আশায় বেঁধেছি বুক, বার বার |
জেনেছি পাবো এবার সেই ঝিনুকে লুকিয়ে থাকা মুক্তসুখ |
কতবার যে খুজেছি তোমায়, নিঃশব্দ যন্ত্রের সামনে নীরবে বসে থেকে |
তবু এলে যেদিন তুমি, বলতে পারিনি নিজের ভালবাসার কথা |
সরিয়ে দিয়েছি তোমায় দূরে, বহু দূরে,নিজের অহংকারে |
ভালোবেসেছি কি তোমায়? ভুলে গেছি সে কথা আজ |
হার মেনেছি আজ নিজের অহংকারের কাছে |
                               _______সৈকত দেবনাথ

Kahin Toh.....(Jaane Tu Ya Jaane Na)

कहीं तो होगी वो दुनिया जहाँ तू मेरे साथ है
जहाँ  मैं , जहाँ तू ,और जहाँ ,बस तेरे मेरे जज़्बात है
होगी जहाँ सुबह तेरी ,पलकों की , किरणों में ,
लोरी जहाँ चाँद की ,सुने  तेरी बाहों में
जाने ना कहाँ वो दुनिया है ,
जाने ना  वो है भी या नहीं ,
जहाँ मेरी ज़िन्दगी मुझसे ,
इतनी खफा नहीं 
सासें खो गयी है किसकी आहों में ,
मैं खो गयी हु जाने किसकी बाहों में ,
मंजिलों से राहें ढून्दती चली ,
खोगयी है मंजिल कहीं राहों में
कहीं तो, कहीं तो ,है नशा
तेरी मेरी हर मुलाक़ात में ,
होटों से , होटों  को ,
चूमती ,रहते है हम हर बात पे ,
कहेती है फिजा जहाँ ,
तेरी ज़मीं आसमान
जहाँ है तू , मेरी हसी ,
मेरी ख़ुशी , मेरी जान

Boro Eka Lage...(Manna De; Chowringhee)

বড় একা লাজে এই আঁধারে
মেঘের খেলা আকাশ পারে

সারাটি দিনের কাজে
কি জানি কি ভেবে আমি
কেমনে ছিলেম ভুলে এই বেদনা কে
কাজে বলে দেবে এই আমাকে
মেঘের খেলা আকাশ পারে

এই তো ভালো ভাবি
একা ভুলে থাকা
থাকনা পরে পিছে
এই পিছু ডাকা
চেনা অচেনা তে যাক না মিশে
মেঘের খেলা আকাশ পারে 

Tumi Robe NIrobe...(Rabindrasangeet, Hemanta Mukharjee)

তুমি রবে নীরবে হৃদয়ে মম 
নিবিড় নিভৃত পূর্নিমা নিশীথিনী সম 
মম জীবন যৌবন মম অখিল ভুবন 
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম 
জাগিবে একাকী তব করুন আঁখি 
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি 
মম দুঃখবেদন মম মম সকল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম