নামহীন প্রথম কবিতা

 
শান্ত ফোনের মুখে আজ খুঁজে বেড়াই তোমার অভিযোগ,
না পাবার বেদনায় থাকে ক্লান্ত অনুযোগ |
খুঁজে যাই সেই সকল দিনের নিঃশব্দতা
যখন আসনি পাশে তুমি |
দেখা দিয়েও হারিয়েছে যে সুখ, তাকে পাবার আশায় বেঁধেছি বুক, বার বার |
জেনেছি পাবো এবার সেই ঝিনুকে লুকিয়ে থাকা মুক্তসুখ |
কতবার যে খুজেছি তোমায়, নিঃশব্দ যন্ত্রের সামনে নীরবে বসে থেকে |
তবু এলে যেদিন তুমি, বলতে পারিনি নিজের ভালবাসার কথা |
সরিয়ে দিয়েছি তোমায় দূরে, বহু দূরে,নিজের অহংকারে |
ভালোবেসেছি কি তোমায়? ভুলে গেছি সে কথা আজ |
হার মেনেছি আজ নিজের অহংকারের কাছে |
                               _______সৈকত দেবনাথ

No comments: