ColourBlind.....(Darius Danesh)

Feeling blue
When I'm trying to forget the feeling
That I miss you

Feeling green
When the jealousy swells and it won't
Go away in dreams

Feeling yellow
I'm confused inside a little hazy but mellow
When I feel your eyes on me

Feeling fine, sublime
When that smile of yours
Creeps into my mind

Nobody told me it feels so good
Nobody said you'd be so beautiful
Nobody warned me about your smile
You're the light
You're the light
When I close my eyes
I'm colour-blind
You make me colour-blind

Feeling red
When you spend all your time with your friends
And not me instead

Feeling black
When I think about all of the things that
I feel I lack

Feeling jaded
When it's not gone right
All the colours have faded
Then I feel your eyes on me

Feeling fine, sublime
When that smile of yours
Creeps into my mind

Nobody told me it feels so good
Nobody said you'd be so beautiful
Nobody warned me about your smile
You're the light
You're the light
When I close my eyes
I'm colour-blind
You make me colour-blind

Blinded by the light you shine
The colours fade completely
Blinded by you every time
I feel your smile defeat me
I'm colour-blind
I just can't deny this feeling

Nobody told me it feels so good
Nobody said you'd be so beautiful
Nobody warned me about your smile
You're the light
You're the light
When I close my eyes
I'm colour-blind

Nobody told me it feels so good
Nobody said you'd be so beautiful
Nobody warned me about your smile
You're the light
You're the light
When I close my eyes
I'm colour-blind
your the light
your the light
when I close my eyes
You make me colour-blind

your the light
your the light
when I close my eyes
you make me colour-blind

your the light
your the light
when I close my eyes
I'm colour-blind

nobody told me it feels so good... 



     Get this widget |     Track details  |         eSnips Social DNA   

Moonlight Kiss......(Baap Kenedy)

I can feel my heart
And it's fit to burst
I try to clean it up
But I just get worse

Wish I could fall
On a night like this
Into your loving arms
For a moonlight kiss

I thought I saw your face
In the evening sky
On a lonesome cloud
That was drifting by

I wish I could fall
On a night like this
Into your loving arms
For a moonlight kiss

You got someone else
Maybe it's for the best
Since I took the cure
For happiness

And I'd trade it all
On a night like this
For your loving arms
And a moonlight kiss

For your loving arms
And a moonlight kiss

Loving arms
And a moonlight kiss
Ooh, yeah


Chala Jata Hoon (Kishore Kumar)

चला जाता हूँ किसीके धुन मैं धड़कते दिल के तराने लिए
चला जाता हूँ किसीके धुन मैं धड़कते दिल के तराने लिए
मिलन की मस्ती भरी आँखों मैं हजारों सपने सुहाने लिए
हो ओ .......
चला जाता हूँ किसीके धुन मैं धड़कते दिल के तराने लिए

ये मस्ती के नज़ारे हैं तो ऐसे मैं समलना कैसा मेरी कसम
जो लहेरती डगरिया हो तो फिर क्यूँ ना चलू मैं बेहेका बेहेका रे
मेरे जीवन मैं ये शाम आईं हैं मोहोब्बत वाले ज़माने लिए
 हो ओ .......
 चला जाता हूँ किसीके धुन मैं धड़कते दिल के तराने लिए

वोह आलमभी अजब होगा वोह जब मेरे करीब अयीगी मेरी कसम
कभी बैयाँ छुरा लेगी कभी हसके गले से लग जाएगी हाय
मेरी बाँहों मैं मचल जाएगी वोह सच्चे झूटे बहाने लिए
 हो ओ .......
 चला जाता हूँ किसीके धुन मैं धड़कते दिल के तराने लिए


बहरे मैं नजारों मैं नजर डालू तो ऐसा लागे मेरी कसम
वोह नेनो मैं भरे काजल घूँघट खोले खरी हैं मेरे आगे रे
शरमसे वोह झल झुकी पलकोंमें जावा रातोके फ़साने लिए
हो ओ .......
चला जाता हूँ किसीके धुन मैं धड़कते दिल के तराने लिए
मिलन की मस्ती भरी आँखों मैं हजारों सपने सुहाने लिए
हो ओ .......
चला जाता हूँ किसीके धुन मैं धड़कते दिल के तराने लिए

Jete Jete Pothe Holo Deri...(R.D. Burman)

যেতে যেতে পথে হল দেরি
তাইতো পারিনি যেতে পারিনি
যেতে পারিনি -যেতে পারিনি
ভুল বুঝে তুমি চলে গেছ দূরে
ক্ষমা পাব আশা ছাড়িনি 
আশা ছাড়িনি
আশা ছাড়িনি -আশা ছাড়িনি
যেতে যেতে পথে হল দেরি
তাইতো

আকাশ ভেঙে তখন
বৃষ্টি নেমেছিল
পায়ে যে পথ থেমে ছিল
থেমে ছিল -থেমে ছিল
আমি গিয়ে দেখি তুমি নেই একী
হার মেনে তবু হারিনি
হারিনি
যেতে যেতে পথে হল দেরি
তাইতো পারিনি যেতে পারিনি
যেতে পারিনি -যেতে পারিনি
যেতে যেতে পথে হল দেরি
তাইতো

চলে যে গেছ তুমি
আসিনি আমি দেখে
দাড়িয়ে থেকে থেকে ওগো
চলে গেছ -চলে গেছ
বুকে কাঁটা লয়ে
ব্যথা তবু সয়ে
মুখ থেকে হাসি করিনি করিনি
যেতে যেতে পথে হল দেরি
তাইতো পারিনি যেতে পারিনি
যেতে পারিনি -যেতে পারিনি
যেতে যেতে পথে হল দেরি
তাইতো


You'r Beautiful.....(James Blunt)

My life is brilliant.

My life is brilliant.
My love is pure.
I saw an angel.
Of that I'm sure.
She smiled at me on the subway.
She was with another man.
But I won't lose no sleep on that,
'Cause I've got a plan.

You're beautiful. You're beautiful.
You're beautiful, it's true.
I saw your face in a crowded place,
And I don't know what to do,
'Cause I'll never be with you.

Yeah, she caught my eye,
As we walked on by.
She could see from my face that I was,
Flying high,
And I don't think that I'll see her again,
But we shared a moment that will last till the end.

You're beautiful. You're beautiful.
You're beautiful, it's true.
I saw your face in a crowded place,
And I don't know what to do,
'Cause I'll never be with you.

You're beautiful. You're beautiful.
You're beautiful, it's true.
There must be an angel with a smile on her face,
When she thought up that I should be with you.
But it's time to face the truth,
I will never be with you.

 



James Blunt - You re Beautiful .mp3
Found at bee mp3 search engine



Don't Let The Sun Go Down On Me.....(Sir Elton John)

I can't light no more of your darkness
All my pictures seem to fade to black and white
I'm growing tired and time stands still before me
Frozen here on the ladder of my life
Too late to save myself from falling
I took a chance and changed your way of life
But you misread my meaning when I met you
Closed the door and left me blinded by the light
Don't let the sun go down on me
Although I search myself, it's always someone else I see
I'd just allow a fragment of your life to wander free
But losing everything is like the sun going down on me
I can't find, oh the right romantic line
But see me once and see the way I feel
Don't discard me just because you think I mean you harm
But these cuts I have they need love to help them heal

Elton John - Don't Let the Sun Go Down on Me .mp3
Found at bee mp3 search engine

Aj Jotsna Rate Sobai Geche Boney...(Rabindra Sangeet)

আজ জোস্না রাতে সবাই গেছে বনে আজ |
বসন্তের এই মাতাল সমীরণে,
আজ জোস্না রাতে সবাই গেছে বনে আজ |
যাবনা যাবনা গো যাবনা যে,
রইনু পরে ঘরের মাঝে এই নিরালায় |
এই নিরালায় র'ব আপন করে |
যাবনা এই মাতাল সমীরণে, 
আজ জোস্না রাতে সবাই গেছে বনে আজ |
আমার এ ঘর বহু যতন করে,
ধুতে হবে মুছতে হবে মোরে |
আমারে যে জাগতে হবে |
কি জানি সে আসবে কবে ?
যদি আমায়,
যদি আমায় পরে তাহার মনে |
বসন্তের এই মাতাল সমীরণে,
আজ জোস্না রাতে সবাই গেছে বনে আজ |
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোস্না রাতে সবাই গেছে বনে আজ | 


     Get this widget |     Track details  |         eSnips Social DNA   
 

Tumi Kemon Kore Gan Koro...(Rabindra Sangeet)

তুমি কেমন করে গান কর হে গুনি ?
আমি অবাক হয়ে শুনি | 
কেবল শুনি |
তুমি কেমন করে গান কর হে গুনি ?

সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,
সুরের হওয়া চলে গগন বেয়ে |

সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,
সুরের হওয়া চলে গগন বেয়ে |

পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে,
বহিয়া যায় সুরের সুর ধ্বনি |
 
তুমি কেমন করে গান কর হে গুনি |

মনে করি ওমনি সুরে গাই |
কন্ঠে আমার সুর খুঁজে না পাই |
মনে করি ওমনি সুরে  গাই |
কন্ঠে আমার সুর খুঁজে না পাই |
কইতে কি চাই কইতে কথা বাঁধে |
হার মেনে যে পরান আমার কাঁদে |
 

কইতে কি চাই কইতে কথা বাঁধে |
হার মেনে যে পরান আমার কাঁদে |

আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে ?
চৌদিকে মোর  সুরের জাল বুনি |
তুমি কেমন করে গান কর হে গুনি ?
আমি অবাক হয়ে শুনি |
কেবল শুনি | 
তুমি কেমন করে গান কর হে গুনি 
?



     Get this widget |     Track details  |         eSnips Social DNA   

Ami Keboli Swopono Korechi Bopono.......(Rabindra Sangeet)

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে আমি |
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে |
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে আমি |
ছায়ার মতন মিলায় ধরণী |
কূল নাহি পায় আশার তরণী |
মানস প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে |
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে আমি |

কিছু বাঁধা পরিল না শুধু এ বাসনা বাঁধনে |

কেহ নাহি দিল ধরা কেবলই সুদূর সাধনে |
আপনার মনে বসিয়া একেলা |
অনল শিখায় কি করিনু খেলা |
দিন শেষে দেখি ছাই হল সব হুতাশে হুতাশে |
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে আমি |
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে |
 আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে আমি |



     Get this widget |     Track details  |         eSnips Social DNA   

Tumi nei tai........(Cross Connection, Anjan Dutta)

সেই ট্রাম বাস রাস্তাঘাট,
সেই রাস্তার দোকানপাট |
লাগছেনা যে সেই আজকে হঠাথ |
আজ হটাথ স্তব্ধ গড়ের মাঠ |
শান্ত ব্যস্ত বাজারঘাট |
কোথায় হারিয়ে গেল কোলকাতা |
তুমি নেই সব যেকে সেই সব,
সব আছে, সবই আছে তবু নেই |
রং হয়েগেল ঘোলাটে |
এই শহরের মলাটে আজ |
সব কিছুই বড় অযথা |
ছিল ঝন্ঝাট, ছিল উচ্ছাস |
ছিল হতাশা, ছিল বিশ্বাস |
আজ সবকিছু নিদারুন সাদাকালো |
আজ পকেট ভরা শূন্যতা |
হৃদয়ে বড় দৈন্যতা |
শহর আমার গরিব হয়ে গেল |


চেনা পথঘাট অচেনা,
চেনা চেনা মুখ অজানা |
আজ হটাথ সবকিছুই এলোমেলো |
রং হয়েগেল ঘোলাটে, এই শহরেরে মলাটে |
কোথায় হারিয়ে গেল কোলকাতা |
নেই ঝন্ঝাট ভরা দিনটা |
নেই হাজার গন্ডা চিন্তা |
ছিল শহর আমার বড়ই আত্মহারা |
ছিল রোজকার অশান্তি |
তবু ছিলনা কোনো ক্লান্তি |
ছিলনা আমার মনটা দিশেহারা |

আছে দুচোখ ভরা ক্লান্তি,
আছে ওপর অপর শান্তি,
ভিতরে শুধু জমাট হতাশা |


Aj hokna rong fyakashe.....(Anjan Dutta)

আজ হোকনা রং ফ্যাকাসে তোমার আমার আকাশে,
চাঁদের হাসি যতই হোকনা  ক্লান্ত,
বৃষ্টি পরুক নাইবা পরুক ঝর উঠুক নাইবা উঠুক ,
ফুল ফুটুক নাইবা ফুটুক আজ বসন্ত |
আজ হোকনা রং ফ্যাকাসে আকাশে...
হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে |
হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে |
হতেও পারে এটাই শুধু ভালবাসার ভরা আবিষ্কার |
হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস |
দিনটা হোকনা যতই মেঘলা, ঘরে থাকব না পরে একলা |
চল বেড়িয়ে পরি দুচোখ যেদিকে যায় |
কেউ জানুক, নাইবা জানুক |
কেউ মানুক, নাইবা মানুক | আমি লিখব স্বপ্ন আমার কবিতা |
যে যা বলে বলুক,
গান চলুক নাইবা চলুক,
হোকনা সময় যতই ভারাক্রান্ত |
বৃষ্টি পরুক নাইবা পরুক, ঝর উঠুক নাইবা উঠুক,
ফুল ফুটুক নাইবা ফুটুক আজ বসন্ত |


Sunshine.....(John Denver,Anjan Dutta)

Sunshine on my shoulders makes me happy.
Sunshine in my eyes can make me cry .
sunshine on the water looks so lovely.
sunshine almost always makes me high.

If I had a day I could give you.

I'd give you a day just like today.
If I had a song that I could sing for you.
I'd sing a song to make you feel this way.

If I had a tale that I could tell you.
I'd tell a tale sure to make you smile.
If I had a wish that I could wish for you.
I'd make a wish for sunshine all the while .

রোদ্দুর কি ভীষণ মিষ্টি ভোরের বেলায় |
রোদ্দুর চোখে গেলে কান্না পায় |
রোদ্দুর নদীর জলে জল যায় ঝলসে |
রোদ্দুর সারা জীবন আমার চাই |


 

Jakhon nirobe dure........(Shohor)

যখন নিরবে দূরে দাড়াও এসে যেখানে পথ বেঁকেছে ,
তোমায় ছুতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশেহারা |
আমিও ছুটে যাই সেই গভীরে,
আমিও ধেয়ে যাই কি নিবিরে,
তুমি কি মরিচিকা না ধ্রুবতারা ?
তোমায় ছুতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশেহারা |

যখন রোদেরই কনায় ধানের শিষে বিছিয়ে দেয় রোদ্দুর ,
তোমায় ছুতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশেহারা |
আমিও ছুটে যাই সেই দিগন্তে,
আমিও ধেয়ে যাই কি আনন্দে,
তুমি কি ভুলে যাওয়া কবিতারা ?
তোমায় ছুতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশেহারা |


Ami brishti dekhechi...(Anjan Dutta)

আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি |
আমি রোদের পুরে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি |
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি |
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি |
আমি বৃষ্টি দেখেছি |
চারটে দেয়াল মানেই নয়তো ঘর |
নিজের ঘরেও অনেক মানুষ পর |
কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে,
ঝাপসা চোখে দেখা এই শহর |
আমি অনেক ভেঙেচুরে আবার শুরু করেছি |
আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি |
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি |
শুধু তোমায় হারাব আমি সপ্নেও ভাবিনি |
আমি বৃষ্টি দেখেছি |
হারিয়ে গেছে তরতাজা সময় |
হারিয়ে যেতে করেনি আমার ভয় |
কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে,
ঝাপসা চকে দেখা এই শহর |
আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি |
আমি আগুন থেকে- থেকে শিখে অনেক পুরেছি |
আমি অনেক কষ্টে অনেক কিছু দিতে শিখেছি |
শুধু তোমায় বিদায় দিতে হবে আমি স্বপ্নেও ভাবিনি |
আমি বৃষ্টি দেখেছি |
আমি বৃষ্টি দেখেছি |
আমি বৃষ্টি দেখেছি |


Pran chay chokkhu na chay..(Rabindra Sangeet)

প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা |
সুন্দর এসে ফিরে যায় , তবে কার লাগি মিথ্যা এ সজ্জা ||
মুখে নাহি নিঃসরে ভাষ, দহে অন্তরে নির্বাক বহ্নি |
ওষ্ঠে কী নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্বী !
মাল্য যে দংশিছে হায় তোর শয্যা যে কন্টকশয্যা   --
মিলনসমুদ্রবেলায় চির - বিচ্ছেদজর্জর মজ্জা ||


Megh boleche jabo jabo...(Rabindra Sangeet)

মেঘ বলেছে 'যাব যাব ', রাত বলেছে 'যাই',
সাগর বলে 'কূল মিলেছে -- আমি তো আর নাই' ||
দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার  পায়ের চিহ্নরূপে',
আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই' ||
ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা',
গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা' |
প্রেম বলে যে 'যুগে যুগে তোমার লাগি আছি জেগে',
মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই' ||




Bhalobasa.....(Parash Pathar)

ভালবাসা মানে ধোয়া ছারার প্রতিশ্রুতি | 
ভালবাসা মানে এলোচুল মাতয়ারা |
ভালবাসা মানে সময় থামার আগে,
ভালবাসা তোমার শুরু, আমার সারা |
ভালবাসা মানে আর্চিস গ্যালারী |
ভালবাসা মানে গোপন গোপন খেলা |
ভালবাসা মানে কান্নাভেজা চোখে |
ভালবাসা মানে নীলখামের ভেলা |
ভালবাসা মানে আগাম চলার সুর |
ভালবাসা মানে অবিরাম চলাবসা |
ভালবাসা মানে আখিপল্লব ছুয়ে,
চিনতে শেখা শেষ রেকাবির ভাষা |
ভালবাসা মানে দূরভাষ নিশ্চুপে,
শুনে ফেলে অনুভূতির হাসি |
ভালবাসা নান্দনিক যাতায়াতে ,
ভালবাসা মানে চৌরাসী আর বাঁশি |

Shunte ki chao tumi........(Anjan Dutta)

শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরোসুর ?
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর ?
দেখতে কি চাও তুমি সেই খেলনাওলাটা কে ?
তার খেলনার দোতারা সে বাজাচ্ছে কবে থেকে |
স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা |
সেই অদ্ভুত ফাঁটা বাঁশ আর মাটির সুর টানা টানা |
দুদিনের  সম্পদ দুটাকার বাজনার বিস্ময় |
তারপর কখন হঠাথ সুখের মানে পাল্টে যায় |
তারপর টিফিনে পয়সা দিয়ে সিগেরেট |
কলেজ কেটে সিনেমায় বান্ধবীর সাথে কাটলেট |
আসে দশটা পাঁচটা সেই এক রুটের বাসটা তারপর,
সবার মতই পরতে হয় যে কাগজের টোপর |
এখন মাসের শেষে মাঝে মধ্যে কান্না পায় |
মিনিবাসে দাড়িয়ে অফিস যাওয়ার সময় |
এখন বুঝেছি সেই অদ্ভূত সুরের কি মানে ?
ফিরেতো যাওয়া যায়না যে আর সেখানে |
যেতে হবে যে তোমাকে আমাকে চলে |
লুকোনো টেক্কা সংসারের এক্কাদোক্কা ফেলে |
প্রথমে যাবে ঘরদোর দোকানপাট তারপর হৃদয় |
কিছুই হলোনা বাজানো গেলনা সময় |
ইদানিং সে সুরটা শুনতে যে খুব ইচ্ছে হয় |
কিন্তু সে খেলনাওলা আর আসেনা পাড়ায় |
হয়ত কোনো অন্য ওলিগলি  ঘুরে,
অন্য কোনো কাউকে টানছে সে অদ্ভুত সুরে |
অন্য কোনো কাউকে টানছে সে অদ্ভুত সুরে |
শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরোসুর ?
ফিরে পেতে চাও কি সেই আনচান করা দুপুর ?
দেখতে কি চাও তুমি সেই খেলনাওলাটা কে?
তার খেলনার দোতারা সে বাজাচ্ছে কবে থেকে |
তার খেলনার দোতারা সে বাজাচ্ছে কবে থেকে |
তার খেলনার দোতারা সে বাজাচ্ছে কবে থেকে |


Ali Maula....(Le Chakka)

আলি মৌলা মৌলা , 
আলি মৌলা মৌলা ,
আলি রে |

ডানা মেলে চলে গেলে |
ছুয়ে দিলাম যেই ছায়া তোমার |
সারা দিও | পড়ে নিও | লুকোনো প্রেমের সেই ইস্তেহার |

এই মন চললো কোথায় বেসামাল ইশারায় ?
আর চোখে তাকায় , হেসে যায় আমার আগামী |
জীবন দিচ্ছে পারি , আবার ফিরছে বাড়ি  |
চেনা মুখের সারি রাখি হায় , ওই হাতে আমি |

উড়ো চিঠি , চিন্তা তোমার |
তার চেয়ে চল , হারায় এবার |

আলি মৌলা মৌলা  
আলি মৌলা মৌলা
আলি রে

এক পা দু পা করে মাপা |
আমাদের কাছে আসা |
লোক পেরিয়ে , চোখ এড়িয়ে , কিছু না বলার ভাষা |

উড়ো চিঠি তোমার নামে |
পাঠায় সময় , আমার খামে |

আলি মৌলা মৌলা ,  
আলি মৌলা মৌলা ,
আলি রে |









Sokhi Vabona Kahare Bole

সখী  ভাবনা  কাহারে  বলে |সখী যাতনা  কাহারে  বলে |
তোমরা  যে  বলো দিবস রজনী ভলোবাসা  ভালবাসা,
সখী ভালবাসা কারে কয় ?
সেকী কেবলই যাতনাময় |
সেকী  কেবলই  চোখের জল, সেকী কেবলই  দুখের শ্বাস |
লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ |

আমার  চোখেতো সকলই সবুজ |

সকলই
নবীন , সকলই বিমল |
সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ ঝছনা কুসুম কমল-
সকলই আমারই মতন |
তারা কেবলই হাসে কেবলই গায়
|
হাসিয়া
খেলিয়া মরিতে চায় |
না জানে বেদন , না জানে রোদন |
না জানে সাধের যাতনা যতন |

ফুল সে হাসিতে হাসিতে ঝরে |
ঝছনা হাসিয়া মিলায় যায় |
হাসিতে হাসিতে আলোকসাগরে,
আকাশের তারা তেয়াগে ধায় |

আমার মতন সুখী কে আছে ?
 আয় সখী আয় আমার কাছে |
সুখী হৃদয়ের সুখের গান,
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ |
প্রতিদিন যদি কাঁদবি কেবলই -একদিন নয় হাসবি তোরা |
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলে গাহিব মোরা |
ভাবনা কাহারে বলে ?
সখী যাতনা কাহারে বলে ?
তোমরা যে বলো দিবস রজনী ভালবাসা ভালবাসা |
সখী ভালবাসা কারে কয় ?
সেকী  কেবলই যাতনাময় |











Thikana heen ekta bari...ChandraBindu

ঠিকান হীন একটা বাড়ি |
আলোছায়া অংশীদারী |
দুদিকে তার দুখানা পথ ,
কোনটা রাখি কোনটা ছাড়ি |
ঠিকান বিহীন একটা বাড়ি |

মন কেমনের ধূসর দিনে ,
মানায় ভালো পর্দা দিলে |
জং ধরা দাও রং বাহারি |
ঠিকান বিহীন একটা বাড়ি |
আলোছায়া অংশীদারী |

পলেস্তারায় বয়েস ঝোলে ,
দেয়াল জানে ঝগড়া হলে |
জানলাদেরই পাল্লা ভারী |
ঠিকান বিহীন একটা বাড়ি |
 
আলোছায়া অংশীদারী |

তার ভেতরের গল্পগুলো ,
কমলো কিছু , জমল ধুলো |
খসলো কমা , খসলো দাড়ি |
ঠিকান বিহীন একটা বাড়ি |
 
আলোছায়া অংশীদারী |

Amar Janla diye...(Anjan Dutta)

আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায় |
একটু বর্ষা একটু গ্রীষ্ম একটুখানি শীত,
সেই একটুখানি চৌকো ছবি আঁকড়ে  ধরে রাখা
আমার জানলা দিয়ে আমার পৃথিবী |
সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ ,
সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায় ,
পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়
আমার জানলা দিয়ে আমার পৃথিবী |

সেই পৃথিবীতে বাঁচব বলেই যুদ্ধ করি রোজ |
একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ |
সেই পৃথিবীর নাম কোলকাতা কি ভারত জানি না ,
তুমি তোমার পৃথিবীর নামটা জানো কি?
তুমি বলবে আমার বেনিয়া পুঁকুর, তোমার বেহালা |
তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিম বাংলা |
হয়ত কেরালার আঁকাশ এর একটু বেশি নীল ,
তবু সেটাও কি নয় আমার পৃথিবী?

আমার জানলা দিয়ে যায়না দেখা ইসলামবাদ  |
শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ |
একটা হলদে শাড়ী শুকোচ্ছে আজ মজার রংটা নীল ,
আজ পৃথিবীটা বড়ই রঙীন |

কেউ জানলা খুলে এলাবামায় বাংলা গান ই  গায় |
কেউ পড়ছে কোরান বোসে তার জাপানি জানলায় |
তুমি হিসেব করে বলতে পারো প্যরিসের সময় ,
কিন্তু কার জানালায় কে কি দেখে হিসেব করা যায় কি বল?
মনের জানলা আছে ,
মনের জানলা দিয়ে তুমি বেড়িয়ে পরতে পারো ,
মক্সিকোতে বসে বাজানো যায় গিটার |
কোথায় তুমি টানবে বল দেশের সীমারেখা ,
আমার জানলা দিয়ে গোটা পৃথিবী |

তাই জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ ,
জানলা জাতীয়তাবাদের পরওয়া করেনা |
জানলা আমার পূব না পশ্চিমের দিকে খোলা
জানলা সেতো নিজেই জানেনা |

জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী ,
আর সন্ধে বেলায় শোনায় জনি কল্তরিন |
গানের সুরে রেষা রেশি দেশা দেশী নেই
আমার গানের জানলা গোটা পৃথিবী |

 
     Get this widget |     Track details  |         eSnips Social DNA