Amake Amar Moto Thakte Dao...(Anupam Roy...Autograph)

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন
তোমার এ দুনিয়ার ঝাপসা আলো
কিছু সন্ধ্যার গুড়ো হওয়া কাঁচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দুরবিনে চোখ রাখব না

এই জাহাজ মাস্তুল ছারখার তবু গল্প লিখছি পাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পার খোঁজার

কখনো আকাশ বেঁয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙা ঘুমে তুমি খুজনা আমায়
আসে পাশে আমি আর নেই
আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্তরে হারিয়ে গেছি
শেষ ট্রেন এ ঘরে ফিরব না

তোমার রক্তে আছে স্বপ্ন যত
তারা ছুটছে রাত্রি দিন নিজের মত
কখনো সময় পেলে একটু ভেবো
আঙ্গুলের ফাকে আমি কই
হিসেবের ভীরে আমি চাইনা ছুতে
যত শুকনো পেয়াজকলি
ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না

Ek paye nupur........(Topu and Anila)

এক পায়ে নুপুর আমার,অন্য পা খালি
এক পাশে সাগর,এক পাশে বালি
তোমার ছোট তরী বল নেবে কি?

বলব না আকাশের চাঁদ এনে দেব
বলব না তুমি রাজকন্যা
শুধু জিগ্যেস করি
দেবে কি পারি হোক যত ঝড় বন্যা
আমার ছোট তরী বল যাবে কি ?

নয় মিছে আশা নয় শুধু ভালবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী আজও এক বন্ধুত্ব
তোমার ছোট তরী বল নেবে কি ?

চাদের আলো যদি ভালো লাগে কাল হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবে না
যতই ভালোবাসি তারে
দূরে রয়ে যাবে তাকি তুমি জানো না ?

এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর,এক পাশে বালি
আমার ছোট তরী বল যাবে কি? 


Ferari Mon......(Antaheen)

আলো আলো রং জমকালো চাঁদ ধুয়ে যায়
চেনাশোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

চেনাশোনা মুখ জানাশোনা হাত রেখে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

ছোট ছোট দিন আলাপে রঙীন নুরিরী মতন
ছোট ছোট রাত চেনা মৌতাত
পলাশের বন
অগোছালো ঘর খরকুটোময়
চিলেকোঠা-কোন

ছোট ছোট দিন আলাপে রঙীন নুরিরী মতন
ছোট ছোট রাত চেনা মৌতাত
পলাশের বন
অগোছালো ঘর খরকুটোময়
চিলেকোঠা-কোন
কথা ছিল হেটে যাবো ছায়াপথ

ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

কিছু মিছু রাত পিছু পিছু টান অবিকল
আলো আলো রং জমকালো চাঁদ ঝলমল
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

গুড়ো গুড়ো নীল রং পেন্সিল জোছনার জল
ঝুর ঝুর কাঁচ আগুন ছোয়াচ ঢেকেছে আঁচল
ফুটপাতে ভির জাহাজের ডাক ফিরে চলে যায়
গুড়ো গুড়ো নীল রং পেন্সিল জোছনার জল
ঝুর ঝুর কাঁচ আগুন ছোয়াচ ঢেকেছে আঁচল
ফুটপাতে ভির জাহাজের ডাক ফিরে চলে যায়
কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

আলো আলো রং জমকালো চাঁদ ধুয়ে যায়
চেনাশোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সেই টেলিফোন