আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন
তোমার এ দুনিয়ার ঝাপসা আলো
কিছু সন্ধ্যার গুড়ো হওয়া কাঁচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দুরবিনে চোখ রাখব না
এই জাহাজ মাস্তুল ছারখার তবু গল্প লিখছি পাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পার খোঁজার
কখনো আকাশ বেঁয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে
চোখ ভাঙা ঘুমে তুমি খুজনা আমায়
আসে পাশে আমি আর নেই
আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্তরে হারিয়ে গেছি
শেষ ট্রেন এ ঘরে ফিরব না
তোমার রক্তে আছে স্বপ্ন যত
তারা ছুটছে রাত্রি দিন নিজের মত
কখনো সময় পেলে একটু ভেবো
আঙ্গুলের ফাকে আমি কই
হিসেবের ভীরে আমি চাইনা ছুতে
যত শুকনো পেয়াজকলি ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না
2 comments:
thnx 4 d lyrics.. was looking 4 it..
Hi!!! I'm so glad I found your blog - would it be possible for you to post the lyrics in English (a translation would be too much to ask, I know!) but I watched this film at a film festival recently and LOVED how Bengali sounds... please! Thanks!
Post a Comment