Ek paye nupur........(Topu and Anila)

এক পায়ে নুপুর আমার,অন্য পা খালি
এক পাশে সাগর,এক পাশে বালি
তোমার ছোট তরী বল নেবে কি?

বলব না আকাশের চাঁদ এনে দেব
বলব না তুমি রাজকন্যা
শুধু জিগ্যেস করি
দেবে কি পারি হোক যত ঝড় বন্যা
আমার ছোট তরী বল যাবে কি ?

নয় মিছে আশা নয় শুধু ভালবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী আজও এক বন্ধুত্ব
তোমার ছোট তরী বল নেবে কি ?

চাদের আলো যদি ভালো লাগে কাল হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবে না
যতই ভালোবাসি তারে
দূরে রয়ে যাবে তাকি তুমি জানো না ?

এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর,এক পাশে বালি
আমার ছোট তরী বল যাবে কি? 


1 comment:

Md. Zakir Hossain "Mopasha" said...

আপনি লিখেছেন, দূরে রয়ে যাবে "তাকি তুমি জানো না"; কিন্তু সম্ভবত এটা না হয়ে হবে, দূরে রয়ে যাবে "#তা_তো_আমি_জেনেছি"! একটু রিভিউ করে নিবেন! ধন্যবাদ...